ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের পর্ষদ সভা ২ এপ্রিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের পর্ষদ সভা ২ এপ্রিল

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সোমবার(৩০ মার্চ’২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠক থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি, পরিশোধিত মূলধন ১০৬ কোটি ৪০ লাখ টাকা। বাজারে শেয়ারসংখ্যা ১০ কোটি ৬৩ লাখ ৯২ হাজার; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৮৭ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪ দশমিক ৬৭ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৮ দশমিক ১২ শতাংশ শেয়ার। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও ৫০০টিতে মার্কেট লট।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।