ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ম্যাকসন্স স্পিনিংয়ের এজিএম ৭ এপ্রিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
ম্যাকসন্স স্পিনিংয়ের এজিএম ৭ এপ্রিল

ঢাকা: বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টায় সাভারে ম্যাকসন্স গ্রুপের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়েছে।



২০১৪ সালের ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে।

সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৩ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৭৮ পয়সা।

২০১৩ সালে ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ম্যাকসন্স স্পিনিং।

২০০৮ সালে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৪৯৬ কোটি ও পরিশোধিত মূলধন ২১৬ কোটি ১০ লাখ টাকা। রিজার্ভে আছে ৪২ কোটি ৮৮ লাখ টাকা। মোট শেয়ার ২১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৯৩৬টি; এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ২৬ দশমিক ২৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ৭২ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।