ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ইউনাইটেড পাওয়ারের লেনদেন শুরু রোববার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
ইউনাইটেড পাওয়ারের লেনদেন শুরু রোববার

ঢাকা: রোববার(৫ এপ্রিল’২০১৫) থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

সম্প্রতি শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের পর সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচার জন্য দেশের উভয় শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পায় কোম্পানিটি।



প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হওয়ার পর লেনদেন শুরুর এ  সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ২৩৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করে বিদ্যুৎ খাতের এ প্রতিষ্ঠানটি।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নেয়া হয় ১৪২ কোটি টাকা। আর অবশিষ্ট অর্থ সংগ্রহ করা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ইস্যুটির রেজিস্টার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

গত ১৮ জানুয়ারি বিদ্যুৎ উৎপাদনকারী এ কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। চলে ২২ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কোম্পানিটির আইপিও’র লটারি।

ইউনাইটেড পাওয়ারকে ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিডিংয়ের অনুমোদন দেয় কমিশন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।