ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

৫’শ কোটি টাকা মূলধন বাড়াবে এনসিসি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
৫’শ কোটি টাকা মূলধন বাড়াবে এনসিসি ব্যাংক

ঢাকা: ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ  অনুমোদিত মূলধন ৫’শ কোটি টাকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে বেড়ে এক হাজার ৫০০ কোটি টাকা হবে।



মঙ্গলবার(৭ এপ্রিল’২০১৫)ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ জন্য ব্যাংকটি আগামী ৫ মে বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত সাধারণ সভা(ইজিএম) আহবান করেছে। ওই দিন অনুমোদিত মূলধনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।

ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকার পুলিশ কনভেনশন হলে এ ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।