ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচদিন পর বাড়লো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
পাঁচদিন পর বাড়লো সূচক

ঢাকা: টানা পাঁচদিন পতনের পর দেশের দুই শেয়ারবাজারে সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক নামমাত্র ২ পয়েন্ট বেড়েছে।

আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।

গত কয়েকদিনের মতো বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুর হয় ডিএসইতে। লেনদেন শুরুর প্রথম ৭ মিনিটেই সকাল ১০টা ৩৭ মিনিটে  ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপরই সূচক নিন্মমুখী প্রবণতায় ফেরে, যা দুপুর ১টা পর্যন্ত অব্যাহত থাকে।

লেনদেন শুরুর পর বেলা ১০টা ৫৩ মিনিটে সূচক আগের দিনের অবস্থায় ফিরে আসে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে যায়। ১১টা ১০ মিনিটে সূচক কমে ২৪ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে ২৭ পয়েন্ট এবং দুপুর ১২টায় সূচক ৫০ পয়েন্ট কমে যায়। এরপর ফের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরে সূচক।

এক পর্যায়ে সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট ‍বৃদ্ধি পেলেও দিনশেষে ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৭১ পয়েন্টে।
 
বুধবার ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৪০ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৪৫ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
 
লেনদেন শেষে ডিএসইতে ১২০টি প্রতিষ্ঠানের দাম বাড়লেও কমেছে ১৪৮টি এবং অপরিবর্তীত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- ইউনাইটেড পাওয়ার, এসিআই, ইউনিক হোটেল, ইফাদ অটোস, ফার্মা এইড, এমজেএল, শাশা ডেনিম, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন ও স্কয়ার ফার্মা।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৬ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯২টি, কমেছে ১১৩টি ও অপরিবর্তীত রয়েছে ২৫টি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫/আপডেট: ১৯০৮ ঘণ্টা
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।