ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

হাইডেলবার্গ সিমেন্টের এজিএম ১৫ এপ্রিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
হাইডেলবার্গ সিমেন্টের এজিএম ১৫ এপ্রিল

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের বার্ষিক সাধারণ সভা ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় নারায়ণগঞ্জে কারখানা প্রাঙ্গণে(তারাবো, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।



কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গেল হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা, আগের বছর যা ছিল ২৬ টাকা ৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি)দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৬ পয়সা।

১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটি গত বছরও ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।