ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ব্রিটিশ টোব্যাকোর ৪২তম এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ব্রিটিশ টোব্যাকোর ৪২তম এজিএম অনুষ্ঠিত

ঢাকা: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১২ এপ্রিল’২০১৫) রাজধানীর একটি হোটেলে শেয়ারহোল্ডারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম, পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, জালাল আহমেদ, মোশাররফ হোসেন, উইলিয়াম পেগেল, ফায়েকুজ্জামান, কামরুল হাসান ও মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, কোম্পানি সেক্রেটারি আজিজুর রহমান।  

সভায় ২০১৪ সালের আর্থিক বিবরণী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন শেয়ার হোল্ডারদের সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এছাড়াও শেয়ার প্রতি ৫৫ টাকা (এর মধ্যে শেয়ার প্রতি ১০ টাকা অন্তবর্তীকালীন লভ্যাংশ হিসাবে এরইমধ্যে দেওয়া হয়েছে) সর্বমোট লভ্যাংশ অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।