ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

লিন্ডে বিডির এজিএম ৩০ এপ্রিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
লিন্ডে বিডির এজিএম ৩০ এপ্রিল

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বুধবার(১৫ এপ্রিল’২০১৫) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র জানায়, ওইদিন সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে।

গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে গত বছরের আগস্ট মাসে কোম্পানিটি একই হিসাব বছরের জন্য ২০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। চূড়ান্ত লভ্যাংশের ফলে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ৩১০ শতাংশ। এ জন্য রেকর্ড ডেট ছিল গত ১০ মার্চ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।