ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

নর্দার্ণ জুট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
নর্দার্ণ জুট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

ঢাকা: পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আগা আহমেদ ইউসুফ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তিনি তার কাছে থাকা ৬ লাখ ২১ হাজার ৫৮৫টি শেয়ারের মধ্যে ১ লাখ ৭৮ হাজার শেয়ার বিক্রি করবেন।



বৃহস্পতিবার(১৬ এপ্রিল’২০১৫) ঢাকা স্টক একচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এসব শেয়ার বিক্রি সম্পন্ন হবে।   ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৯৪ সালে পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়।

নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ১ কোটি ৭৯ লাখ টাকা। এ কোম্পানির মোট ১৭ লাখ ৮৫ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ৫০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হতে রয়েছে ২০ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।