ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের নিম্নমুখীতায় চলছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
সূচকের নিম্নমুখীতায় চলছে লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসের লেনদেনে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে।
 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী হলেও ১০ মিনিটেই তা নিম্নমুখী প্রবণতায় ফিরে আসে।

যা লেনদেনের প্রথম ঘণ্টা শেষেও অব্যাহত থাকে।

সকাল সাড়ে দশটায় লেনদেন শুরুর পর ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের অবস্থানে চলে আসে। ১০টা ৫০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক কমে ২ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে সূচক কমে ১০ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে কমে ২৪ পয়েন্ট।
 
এরপর বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট কমে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০৫ পয়েন্টে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে দাম বেড়েছে ৪৯টি, কমেছে ১৮৫টি এবং অপরিবর্তীত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- বিএসসিসিএল, জেমিনি সি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, এইচএফএল, ইফাদ অটোস, সাপোর্ট, খান ব্রাদার পিপি, এনটিসি ও সিভিও পেট্রোকেমিক্যাল।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে ৭ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৯ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০টি, কমেছে ৯৯টি ও অপরিবর্তীত রয়েছে ১১টি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।