ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ব্র্যাক ব্যাংকের ১৬তম এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ব্র্যাক ব্যাংকের ১৬তম এজিএম অনুষ্ঠিত

ঢাকা: ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ এপ্রিল’ ২০১৫) সাভারে ব্র্যাক-সিডিএমে আয়োজিত এ সভায় ৩১ ডিসেম্বর’২০১৪ সমাপ্ত বছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।



সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ মোহাম্মদ এ. (রুমী) আলী, শিব নারায়ন কৈরী, ড. হাফিজ জি. এ. সিদ্দিকী, জাহিদা ইস্পাহানী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহ্মাদ।  

বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, ২০১৪ সালে ব্যাংক পরিচালন মুনাফা হিসেবে ৬,৭৭৪ মিলিয়ন টাকা এবং কর পরবর্তী মুনাফা হিসেবে ২,০৯২ মিলিয়ন টাকা অর্জন করেছে।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।