ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ফ্লোর ক্রয় করবে বারাকা পাওয়ার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মে ৪, ২০১৫
ফ্লোর ক্রয় করবে বারাকা পাওয়ার

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড ফ্লোর-স্পেস ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি কেনার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৪ মে’২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সিলেটের মীরবক্সটোলার রয়েলমার্ক-এর ৬ষ্ঠ তলায় কোম্পানিটি ৩২০০ স্কয়ার ফুট স্পেস ক্রয় করবে। প্রতি বর্গফুট জায়গার দর নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫ শত টাকা। রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ বাদে এতে ব্যয় হবে ১ কোটি ৪৪ লাখ টাকা। এ সংক্রান্ত চুক্তিনামায় সই করার সময় ৬০ লাখ টাকা প্রদান করবে কোম্পানিটি।

বাকী টাকা ৬ মাসের মধ্যে পরিশোধের শর্তে ফ্লোর-স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে বারাকা পাওয়ার।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির বারাকা পাওয়ার লিমিটেড ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।