ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

তিনদিন পর বাড়লো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ৫, ২০১৫
তিনদিন পর বাড়লো সূচক

ঢাকা: শেয়ার বাজারে টানা তিনদিন দর পতনের পর মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।


 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স বেড়েছে ৭৭ পয়েন্ট।
 
মঙ্গলবার (০৫ মে) ডিএসইতে সূচকের উর্ধ্বমুখিতার মাধ্যমে লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক বাড়ে ৬৫ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপর বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট বাড়ে। সাড়ে ১১টায় বাড়ে ৫৪ পয়েন্ট, ১২টায় বাড়ে ৩৭ পয়েন্ট, সাড়ে ১২টায় ৩৬ পয়েন্ট, দুপুর ১টায় ২৫ পয়েন্ট, দেড় টায় ৪১ পয়েন্ট, ২টায় ৫৪ পয়েন্ট বেড়ে যায়।
 
দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২২ পয়েন্টে।
 
এ দিন সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন। দিন শেষে লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৩ কোটি ১৪ লাখ টাকা কম।
 
দিন শেষে ডিএসইতে ২১৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৭০টি এবং অপরিবর্তীত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল, সেলভো কেমিক্যাল, ফার সিরামিক, লিগাসি ফুট, আনলিমা ইয়ার্ন ডাইং, হাক্কানী পাল্প ও ফার্মা এইড।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫১০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টি, কমেছে ৫২টি ও অপরিবর্তীত রয়েছে ২১টি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।