ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ওরিয়ন ফার্মার ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
ওরিয়ন ফার্মার ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২৮ জুন নারায়ণগঞ্জে অবস্থিত ওরিয়ন ফার্মা প্লান্টে এজিএম অনুষ্ঠিত হবে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৬৭ টাকা ৫০ পয়সা।

২০১৩ সালেও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ওই সময় ইপিএস ছিল ৪ টাকা ৬ পয়সা, এনএভি ৬৫ টাকা ২৩ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা ৯০ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা। রিজার্ভ ৪৯০ কোটি ৭২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।