ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

বিও একাউন্টে যমুনা ব্যাংকের বোনাস শেয়ার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ১১, ২০১৫
বিও একাউন্টে যমুনা ব্যাংকের বোনাস শেয়ার

ঢাকা: ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের বোনাস শেয়ার সোমবার(১১ মে’২০১৫) বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।



৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে এ প্রতিষ্ঠান শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ ঘোষণা দেয়। গত ৩১ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। যা গত ৪ মে’২০১৫ ইং তারিখে ব্যাংকটির ১৪তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) অনুমোদিত হয়।

ওই অর্থবছরের হিসাব অনুযায়ী যমুনা ব্যাংকের শেয়ার প্রতি আয় ২.৬২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০.৯৯ টাকা। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১০.৪৭ টাকা।
২০০৬ সালে যমুনা ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ১১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।