ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন বেড়েছে

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ডিএসইতে লেনদেন বেড়েছে

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০-১৪ মে’২০১৫) টাকার অঙ্কে লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১০৬ দশমিক ৬২ শতাংশ। পাশাপাশি বেড়েছে সবগুলো মূল্যসূচক।

এর মধ্যে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৯২ পয়েন্ট(৪ দশমিক ৬৭ শতাংশ)।

ডিএসইএক্স শরীয়াহ সূচক বেড়েছে প্রায় ৩৬ পয়েন্ট(৩.৫৭)। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬৫.৫১ পয়েন্ট। এছাড়া লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৫০টির। অপরিবর্তিত ছিল ৫টির। এছাড়া লেনদেন হয়নি ২টি কোম্পানির।

দাম বাড়ার শীর্ষ তালিকায় রয়েছে, মেঘনা সিমেন্ট, ফার কেমিক্যাল, এশিয়া ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর, সোনারবাংলা ইন্স্যুরেন্স, বিএসসি, আফতাব অটোমোবাইলস, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।

লোকসান তালিকায় থাকা কোম্পানির মধ্যে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এসিআই ফরমুলেশনস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেপিসিএল, এমজেএল বাংলাদেশ, ইফাদ অটোস, বেক্সিমকো, আরএকে সিরামিক্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সাইফ পাওয়ার টেক।

অপর বাজার সিএসইতেও এ সময় সবগুলো মূল্যসূচক বেড়েছে। লেনদেন বেড়েছে ৭৯ দশমিক ৫১ শতাংশ। শেয়ারের দর বেড়েছে দুই শতাধিক কোম্পানির।

এ সপ্তাহেই ৬টি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। এর মধ্যে ওরিয়ন ফার্মা গত বছরের মতো ১৫% নগদ লভ্যাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স গত বছরের মতো ১৫% স্টক বোনাস, জনতা ইন্স্যুরেন্স ১০% স্টক বোনাস, এমবি ফার্মা ২৮% নগদ লভ্যাংশ, ইসলামী ইন্স্যুরেন্স ৫% নগদ ও ১০% স্টক বোনাস ঘোষণা করে। অন্যদিকে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক গত বছরের মতো এবারও কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।