ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এজিএম ৫ জুলাই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৫
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এজিএম ৫ জুলাই

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার(এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ জুন এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে এ  তারিখ পরিবর্তন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।



পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জুলাই সকাল ১০টায় গুলশান-১ এর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে।

গত ১৪ মে অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এজিএমের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দেয়। যা এজিএমে বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হওয়ার কথা।

এ বছরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) টাকা ৪৭ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৩ পয়সা।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।