ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

এবি ব্যাংকের মূলধন বাড়ানোর সিদ্ধান্ত, লভ্যাংশ অনুমোদন

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এবি ব্যাংকের মূলধন বাড়ানোর সিদ্ধান্ত, লভ্যাংশ অনুমোদন

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের বিশেষ সাধারণ সভা(ইজিএম) ও ৩৩ তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষিত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়।

এছাড়াও সভায় ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণীও অনুমোদন করা হয়।

রোববার(১৭ মে’২০১৫)রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার-২-এ ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হয়।


এজিএম এর আগে বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের পূর্বানূমতিক্রমে ‘এবি ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড-২’ ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকা টিয়ার ২ মূলধন বাড়ানোর বিশেষ সিদ্ধান্ত নেয়।

ব্যাংক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এজিএম পরিচালনা করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি শামীম এ চৌধুরীসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারবৃন্দ।

এসময় জানানো হয়, ২০১৪ সালে ব্যাংকের নেট সম্পদ মূল্য(এনএভি)দাঁড়িয়েছে ১,৮৭৬ কোটি টাকা, যা ২০১৩ সালের চেয়ে ৮% বেশী। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ২৫,৬৮১ কোটি টাকার, যা আগের বছরের তুলনায় ২২% বেশী।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।