ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেন শীর্ষে কেপিসিএল, লুজারে ওয়াটা কেমিক্যালস

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
সাপ্তাহিক লেনদেন শীর্ষে কেপিসিএল, লুজারে ওয়াটা কেমিক্যালস

ঢাকা: সমাপ্ত সপ্তাহে(১৭-২১ মে’২০১৫)ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড(কেপিসিএল)এবং টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক একচেঞ্জ(ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।



সপ্তাহজুড়ে খুলনা পাওয়ারের ৩ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৭৮০টি শেয়ার ২০৮ কোটি ৫২ লাখ ১২ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোস্পানি লিমিটেড, আরএ সিরামিকস বাংলাদেশ লিমিটেড, সাইফ পাওয়ারটেক, এসিআই ফরমুলেশন, বারাকা পাওয়ার, এমজেএল বাংলাদেশ, ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

অন্যদিকে সমাপ্ত সপ্তাহে ডিএসই টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানির প্রতিটি শেয়ারের দর ১৯ দশমিক ১৫ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে প্রতিদিন এই কোম্পানির ৫১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়। আর পুরো সপ্তাহে ২ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারে থাকা অন্য কোম্পানির মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের ১৩. ৫৭ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১০. ৭৭ শতাংশ, ইনটেকের ৯. ৭৯ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৯. ৬৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৮. ১১ শতাংশ, মেঘনা সিমেন্টের ৭. ৮৮ শতাংশ, এনসিসিবিএলের ৭. ৪৮ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬. ৫৯ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের ৬. ১২ শতাংশ শেয়ার দর কমেছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।