ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর দুঃখ প্রকাশ, সোমবার যথাসময়ে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৫
ডিএসইর দুঃখ প্রকাশ, সোমবার যথাসময়ে লেনদেন

ঢাকা: সার্ভারের ত্রুটির কারণে লেনদেন শুরু হতে বিলম্ব হওয়া ও কম সময় লেনদেন হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
 
রোববার(২৪ মে’২০১৫) বিকেলে ডিএসইর পক্ষ থেকে উপ মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন।



বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে ডিএসইর লেনদেন ৩ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে শুরু হয়। এ কারণে রোববার বিকেল ৪টা পর্যন্ত ১ ঘণ্টা ৪০ মিনিট স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালানো হয়েছে।

সোমবার(২৫ মে) নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে বলেও জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এএসএ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।