ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

বিএসআরএম স্টিলসের ঋণমান ‘ডাবল এ’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
বিএসআরএম স্টিলসের ঋণমান ‘ডাবল এ’

ঢাকা: শেয়ারবাজারে প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। এর অর্থ ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় মোটামুটি ভালো অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।



২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৪১ কোটি ৮০ লাখ টাকা। রিজার্ভ ৪০১ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ারের ৪৮ দশমিক ৩৮ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৮ দশমিক শূন্য ৭, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৪১ এবং ১৩ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।