ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার দর বাড়ার কারণ জানে না লাফার্জ সুরমা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
শেয়ার দর বাড়ার কারণ জানে না লাফার্জ সুরমা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে(ডিএসই)জানিয়েছে কোম্পানিটি।

কয়েকদিন ধরে শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ কোম্পানি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে মঙ্গলবার(২৬ মে’২০১৫) ডিএসই এ নোটিস পাঠায়।



এর জবাবে বিষয়টিতে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৩ কার্যদিবসে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১০৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১১৬ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বাড়ে প্রায় ৯ টাকা ৫০ বা ৯ শতাংশ।
 
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে একই হিসাব বছরে ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেয় কোম্পানিটি।

আগামী ১১ জুন বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশল হলে বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য(এনএভি) ১১ টাকা ৪১ পয়সা।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০; এর মধ্যে ৬৫ দশমিক ৮৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ৪ দশমিক শূন্য ৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩০ দশমিক ১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।