ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

বাড়লো সূচক, কমেছে লেনদেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ৩১, ২০১৫
বাড়লো সূচক, কমেছে লেনদেন

ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে ৮ শতাংশ।



রোববার(৩১ মে’২০১৫) ডিএসইতে ৭৮৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; যা আগের দিনের তুলনায়  ৭০ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছেও ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) ৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৩১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।