ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন চার্জ কমাচ্ছে সিডিবিএল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ২, ২০১৫
লেনদেন চার্জ কমাচ্ছে সিডিবিএল

ঢাকা: লেনদেনের উপর চার্জ কমিয়ে শুন্য দশমিক ০১৫০ শতাংশ হারে কমিশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই থেকে নতুন এ চার্জ কার্যকর হবে।


 
বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রোকারেজ হাউজগুলো থেকে লেনদেনের উপরে শুন্য দশমিক ০১৭৫ শতাংশ হারে কমিশন নিচ্ছে।

সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন লেনদেনের ওপর চার্জ কমানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, আগে ব্রোকারেজ হাউজগুলো ১ লাখ শেয়ার লেনদেন করলে সাড়ে ১৭ টাকা চার্জ নেওয়া হতো। এখন থেকে ১ লাখ শেয়ার লেনদেন করলে ১৫ টাকা চার্জ দিতে হবে। লেনদেনের ওপর চার্জ কমানোর জন্য ব্রোকারেজ হাউজগুলো দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে। তাদের দাবি আমলে নিয়েই চার্জ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এএসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।