ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সামিট পাওয়ার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
সাপ্তাহিক গেইনারের শীর্ষে সামিট পাওয়ার

ঢাকা: সপ্তাহের ব্যবধানে(মে ৩১-জুন ০৪’২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে সামিট পাওয়ার। সপ্তাহজুড়ে এই কোম্পানির দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ।



ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে সামিট পাওয়ার প্রতিদিন ৪২ কোটি ১ লাখ ৮ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করেছে ১৬৮ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক। এ কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ। সমাপ্ত সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ৭ কোটি ১৬ লাখ ১০ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২৮ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহে প্রতিদিন কোম্পানিটি ১১ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৪৬ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

এ ছাড়া গেইনারে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে বিডি কম অনলাইনের ১০ দশমিক ৫১ শতাংশ, অরিয়ন ফার্মা লিমিটেডের ১০ দশমিক ৪৬ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮ দশমিক ৪ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৬১ শতাংশ, শাশা ডেনিমসের ৭ দশমিক ৩৫ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৭ দশমিক ৩০ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিংস সিস্টেমসের ৬ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।