ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

ঢাকা: জামায়াতের ডাকা হরতাল দেশের শেয়ারবাজারে কোন প্রভাব পড়েনি। উভয় বাজারে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ জুন) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বেড়েছে মূল্য সূচক।

সেই সঙ্গে বেড়েছে লেনদেনও।
 
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপর বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১১ টায় সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে যায়।
 

এরপর কিছুটা নিম্নমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইতে প্রধান সূচক বাড়ে ২০ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে বাড়ে ১০ পয়েন্ট, সাড়ে ১১টায় বাড়ে ৯ পয়েন্ট।
 
বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১৩ পয়েন্ট। দুপুর ১২টায় বাড়ে ২৩ পয়েন্ট, সাড়ে ১২টায় বাড়ে ১৪ পয়েন্ট, দুপুর ১টায় বাড়ে ২৩ পয়েন্ট।
 
সূচকের উর্ধ্বমুখীতা অব্যহত থাকায় দুপুর দেড়টায় বাড়ে ২৬ পয়েন্ট, ২টায় বাড়ে ২৭ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে।  

এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে।

ডিএসইতে মোটি লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি।
 
দিন শেষে লেনদেন হওয়া ২০০ টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- তসরিফা ইন্ডাস্ট্রিজ, জিপি, ইউনাইটেড এয়ার, কেপিসিএল, ফ্যামিলি টেক্স, বেক্সিমকো, সামিট পাওয়ার, এমজেএল, ফার কেমিক্যাল ও স্কয়ার ফার্মা।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা।
 
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৫৮টি ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এএসএস/এনএস

** সূচকের উর্ধ্বমুখীতায় চলছে লেনদেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।