ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

প্রিমিয়াম ছাড়াই বিডি থাই’র রাইট শেয়ার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
প্রিমিয়াম ছাড়াই বিডি থাই’র রাইট শেয়ার

ঢাকা: ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়েছিল বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ। সর্বশেষ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা প্রিমিয়াম ছাড়াই রাইট ইস্যুর সিদ্ধান্ত দিয়েছে।



নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুতে বিডি থাই ১:১ হারে অর্থাত্ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে এ রাইট শেয়ার ইস্যু করা যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, গত ১৯ মে ২৫ টাকায় প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেয় প্রকৌশল কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
তবে সম্প্রতি অনুষ্ঠিত ইজিএমে শেয়ারহোল্ডাররা এতে আপত্তি জানায়। এতে শেষ পর্যন্ত প্রিমিয়াম ছাড়াই রাইট ইস্যুর প্রস্তাব গৃহীত হয়।

১৯৯০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫২ কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৩১ দশমিক ৩৬ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১ দশমিক ২১ শতাংশ এবং বাকি ৬৭ দশমিক ৪৩ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।