ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে টানা দরপতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
শেয়ারবাজারে টানা দরপতন

ঢাকা: পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। উভয় স্টক এক্সচেঞ্জে চলছে টানা দরপতন।

প্রতিদিনই দর হারাচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার।

চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ছষ্ঠ দিনের মতো দরপতনের
ঘটনা ঘটেছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা চতুর্থ দিনের মতো দরপতন হয়েছে।

এদিন লেনদেনের প্রথম দুই মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপরেই নিম্নমুখী হয়ে পড়ে সূচক। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে যায়।

টানা নিম্নমুখিতায় বেলা ১১টায় ডিএসইএক্স সূচক কমে ১৫ পয়েন্ট, বেলা ১১টা ২০ মিনিটে কমে ১৬ পয়েন্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ২০ পয়েন্ট।

সূচকের এ টানা নিম্নমুখিতা লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা অব্যাহত থাকে। শেষ ১০ মিনিটে এসে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। তবে শেষ মিনিটের লেনদেনে আরও ঋণাত্মক হয়ে পড়ে সূচক।

দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ২৬ পয়েন্ট, সাড়ে ১২টায় কমে ২২ পয়েন্ট, দুপুর ১টায় কমে ১২ পয়েন্ট।

এরপর কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে দুপুর ১টা ২৯ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে যায়। তবে শেষ মিনিটের লেনদেনে দিন শেষে
ঋণাত্মকই থেকে যায় সূচক। দিনের লেনদেশ শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১৫ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ২৬ কোটি ১৮ লাখ টাকা কম। লেনদেন হওয়া ১২৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৪৯টি এবং অপরিবর্তীত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- অলিম্পিক এক্সসরিজ, স্কয়ার ফার্মা, এএফসি অ্যাগ্রো, লাফার্জ সুরমা, কেপিসিএল, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো, তসরিফা ও ইউনাইটেড এয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টি, কমেছে ১৩৩টি ও অপরিবর্তীত রয়েছে ৩০টি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।