ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

আরএফএল’র এজিএম সম্পন্ন, ২২% লভ্যাংশ অনুমোদন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএফএল’র এজিএম সম্পন্ন, ২২% লভ্যাংশ অনুমোদন

ঢাকা: রংপুর ফাউন্ড্রী লিমিটেড(আরএফএল) ২০১৪ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ হারে নগদ  লভ্যাংশ দেবে।

২৫শে জুন, ২০১৫ বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদিত হয়।



কোম্পানির চেয়ারম্যান লেঃ কর্নেল মাহতাবউদ্দিন আহ্মেদ(অবঃ), নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ পাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আতিয়ুর রাসুল, পরিচালক(স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, কোম্পানী সচিব মোহাম্মদ আমিনুর রহমান। এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণও উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীগণ বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানীর ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন।

বিনিয়োগকারীগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।