ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ঈদে পুঁজিবাজার ৬ দিন বন্ধ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
ঈদে পুঁজিবাজার ৬ দিন বন্ধ

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজার আগামী ১৫ থেকে ২০ জুলাই মোট ৬ দিন বন্ধ থাকবে। ওই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই) অফিসের সব কার্যক্রমও বন্ধ থাকবে।



ডিএসই এবং সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২১ জুলাই থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে। ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

রমজান উপলক্ষে বর্তমানে অফিস কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং লেনদেন সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।