ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

তিনদিন পর সূচক-লেনদেন উভয় বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
তিনদিন পর সূচক-লেনদেন উভয় বেড়েছে

ঢাকা: টানা তিন কার্যদিবস পতনের পর দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচক ও লেনদেন উভয় বেড়েছে।

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৩৮ পয়েন্ট।

লেনদেন বেড়েছে ৩২ কোটি ৭৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৭০ পয়েন্ট। লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৭ লাখ টাকা।

এদিন লেনদেনের শুরু থেকেই ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়তে থাকে। ফলে বাড়তে থাকে মূল্য সূচক। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে।

টানা ঊর্ধ্বমুখীতায় বেলা ১১টায় ডিএসইএক্স সূচক বাড়ে ২৭ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে বাড়ে ২৮ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে সূচক বাড়ে ১৭ পয়েন্ট, বেলা ১১টা ৪৫ মিনিটে বাড়ে ২৯ পয়েন্ট।

এরপর দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে যায়। সাড়ে ১২টায় বাড়ে ৪৪ পয়েন্ট, দুপুর ১টায় বাড়ে ৩০ পয়েন্ট।

লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮২ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দর কমেছে ৬৮টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তীত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, এসিআই, অলেম্পিক এক্সেসরিজ, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস ও খান ব্রাদার পিপি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টি, কমেছে ৬৪টি ও অপরিবর্তীত রয়েছে ৩৮টি।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।