ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

জিবিবি পাওয়ার-গ্লোবাল হেভি কেমিক্যালের এজিএম বৃহস্পতিবার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
জিবিবি পাওয়ার-গ্লোবাল হেভি কেমিক্যালের এজিএম বৃহস্পতিবার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার ও গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড কোম্পানির বাষির্ক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার(৯ জুলাই’২০১৫) অনুষ্ঠিত হবে।

এর আগে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রস্তাবসহ  সার্বিক বিষয়ে এজিএম করার তারিখ নির্ধারণ করে কোম্পানি দু’টির পরিচালনা পর্ষদ।



ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জিবিবি পাওয়ার: সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড। এ কোম্পানির এজিএম ৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় বগুড়ার সিলিমপুর এলাকার হোটেল নাজ গার্ডেন কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম একইদিন বেলা ১১টায় ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।