ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক হিসাবে শাহজালাল ব্যাংকের নগদ লভ্যাংশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ব্যাংক হিসাবে শাহজালাল ব্যাংকের নগদ লভ্যাংশ

ঢাকা: সমাপ্ত অর্থবছরের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত ১০ শতাংশ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের(বিইএফটিএন) মাধ্যমে এ টাকা পাঠানো হয়েছে।



বৃহস্পতিবার (৯ জুলাই’২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত মে মাসে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ সুপারিশ করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যা গত ১০ জুন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।