ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ঊর্ধ্বমুখী, ডিএসই’তে সাড়ে ৫’শ কোটি টাকার লেনদেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
সূচক ঊর্ধ্বমুখী, ডিএসই’তে সাড়ে ৫’শ কোটি টাকার লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার(১২ জুলাই’২০১৫) দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। লেনদেনও বেড়েছে দুই বাজারেই।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয় ৪৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১১ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষ  দশ কোম্পানি হচ্ছে- এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ারওয়েজ, হাইডেলবার্গ সিমেন্ট।

অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হওয়া ৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির দাম।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।