ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় নিম্নমুখী সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
প্রথম ঘণ্টায় নিম্নমুখী সূচক

ঢাকা: টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় মূল্য সূচকে নিম্নমুখিতা দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় কমেছে ৬ পয়েন্ট।

তবে সূচক কমলেও লেনদেনের গতি বেশ ভালো অবস্থানে রয়েছে। এক ঘণ্টায় ডিএসইতে প্রায় দু’শ কোটি টাকা লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ১২ কোটি টাকা। এদিন ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে যায়।

এরপর টানা ঊর্ধ্বমুখিতায় বেলা ১০টা ৪৭ মিনিটে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে বাড়ে ৬ পয়েন্ট। এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে যায়। সাড়ে ১১টায় সূচক কমে ৪ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করেছে। এদিকে ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮০৬ পয়েন্টে অবস্থান করেছে। আর ডিএসইএস শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৪ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ১৮৭ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেন হওয়া ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১২৬টি ও অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- এসিআই, গ্রামীণ ফোন, আরএকে সিরামিক, লাফার্জ সুরমা সিমেন্ট, সায়হাম কটন, ইউনাইটেড এয়ার, ইফাদ অটোস, অলেম্পিক এক্সসরিজ, বেক্সিমকো ফার্মা ও এসিআই ফর্মুলেশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টি, কমেছে ৮০টি ও অপরিবর্তীত রয়েছে ২৮টি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এএসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।