ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

৩ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম ২৫ জুলাই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
৩ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম ২৫ জুলাই

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা(এজিএম)২৫ জুলাই’২০১৫(রোববার) অনুষ্ঠিত হবে। বার্ষিক এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য  কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত লভ্যাংশ প্রস্তাব অনুমোদন হওয়ার কথা রয়েছে।



ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম এদিন সকাল ১০টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে, একই ভেন্যুতে বেলা ১১টায় সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের এবং রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েল কনভেনশন হলে বেলা ১১টায় জনতা ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর’২০১৪ সালে সমাপ্ত অর্থবছরের জন্য তাকাফুল ইন্স্যুরেন্স ১২% বোনাস লভ্যাংশ, সোনাবাংলা ইন্স্যুরেন্স ৬% নগদ ও ৬% বোনাস লভ্যাংশ এবং জনতা ইন্স্যুরেন্স ১০% বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।