ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র সিএফও হিসেবে আবদুল মতিন পাটওয়ারীর যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
ডিএসই’র সিএফও হিসেবে আবদুল মতিন পাটওয়ারীর যোগদান আবদুল মতিন পাটওয়ারী

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেছেন আবদুল মতিন পাটওয়ারী।
 
বৃহস্পতিবার (০৬ আগস্ট) ডিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
আবদুল মতিন পাটওয়ারী ১৯৯২ সালের জুন মাসে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ’র (ডেসা) সহকারী পরিচালক (ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ক্যাডার) হিসেবে কর্মজীবন শুরু করেন।
 
ডিএসই’তে যোগদানের আগে তিনি জার্মানভিত্তিক বহুজাতিক রাসায়নিক কোম্পানি বিএএসএফ বাংলাদেশ লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এএসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।