ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় উর্ধ্বমুখী সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
প্রথম ঘণ্টায় উর্ধ্বমুখী সূচক

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ আগস্ট) লেনদেন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকে উর্ধ্বমুখী প্রবণাত দেখা দিয়েছে।
 
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনা বেড়েছে ২৮ পয়েন্ট।

লেনদেন হয়েছে ১৯৪ কোটি ২৮ লাখ টাকা। লেনদেন হওয়া ১৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৮২টি এবং অপরিবর্তিত আছে ৫২টি।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ‍টাকা। লেনদেন হওয়ার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ১০৯টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৩৯টি এবং অপরিবর্তিত আছে ২৫টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে বাড়ে ১৩ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ১৬ পয়েন্ট।
 
সূচকের টানা উর্ধ্বমুখীতার কারণে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ২০ মিনিটে বাড়ে ৩২ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫০ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক, ফ্যামেলি টেক্স, বেঙ্গল উইন্সডোর, আরএসআরএম স্টিল, এসপিসিএল, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, অ্যাপোলো ইস্পাত ও ইমারেল্ড ওয়েল।
 
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।