ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শেয়ারবাজার

আর্গন ডেনিমসের ৫ উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আর্গন ডেনিমসের ৫ উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের ৫ জন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আরিফা আখতার, ফারহানা হক, আখতার শহীদ, আবু কায়সার মজুমদার এবং একে গওহর রাব্বানী নামের এই উদ্যোক্তারা যথাক্রমে  ১ লাখ ৯৭ হাজার,  ২ লাখ ১ হাজার, ৫ লাখ, ৫ লাখ ৫৩ হাজার, ৫ লাখ ৪৯ হাজার শেয়ার বেচবেন।



বৃহস্পতিবার(১৩ আগস্ট’২০১৫) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তাদের কাছে যথাক্রমে কোম্পানির  ৩ লাখ ৮ হাজার ১৬টি, ৩ লাখ ১২ হাজার ৯৪৮টি, ৭১ লাখ ৪৭ হাজার ২৯৬ টি, ৯৯ লাখ ২২ হাজার ৭৫২ টি এবং ৯৯ লাখ ২২ হাজার ২০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন তারা।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উদ্যোক্তারা এই শেয়ারগুলো বিক্রি করতে পারবেন।

২০১৩ সালে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৮২ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।