ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শেয়ারবাজার

২ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম রোববার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
২ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম রোববার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা(এজিএম) রোববার(১৬ আগস্ট’২০১৫) অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ফারইস্ট লাইফের এজিএম সকাল সাড়ে ১০টায় কোম্পানির প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।



৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ। যা এজিএমে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে বেলা ১১টায় কাকরাইলের আইডিইবি ভবন মিলনায়তনে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এ সভায় অনুমোদিত হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।