ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার কেলেঙ্কারি

চিকটেক্সের ২ পরিচালককে ৪ বছরের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
চিকটেক্সের ২ পরিচালককে ৪ বছরের কারাদণ্ড ছবি: প্রতীকী

ঢাকা: ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির দায়ে চিকটেক্স লিমিটেডের দুই পরিচালককে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টনের হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে অবস্থিত পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির এ রায় দেন।



রায়ে আসামিদের চার বছর কারাদেশের অতিরিক্ত ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামিরা হলেন, চিকটেক্স লিমিটেডের দুই পরিচালক মাকসুদুল রসুল ও ইফতেখার মোহাম্মদ। তারা রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমআই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।