ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

এক ঘণ্টায় ডিএসই’তে লেনদেন ১১২ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এক ঘণ্টায় ডিএসই’তে লেনদেন ১১২ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (১৬ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
 
এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৪ পয়েন্ট।

আর লেনদেন হয়েছে ১১২ কোটি টাকার উপরে।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। এক ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭ কোটি টাকার উপরে।
 
এদিন ডিএসই’তে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৮ পয়েন্ট।
 
সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের প্রথম এক ঘণ্টা অব্যাহত রয়েছে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৭ পয়েন্ট। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৬ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের তুলনায় দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।
 
এ সময় পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ১১২ কোটি ১ লাখ টাকা। লেনদেন হওয়া ১২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১০০টি এবং অপরিবর্তীত আছে ৪৮টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’তে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড এয়ার, কাশেম ড্রাইসেল, বিএসআরএম, পাওয়ার গ্রিড, আমান ফিড, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, অ্যাপোলো ইস্পাত, অলেম্পিক এক্সোসরিজ ও ইউনাইটেড পাওয়ার।
 
অপর শেয়ার বাজার সিএসই’তে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৫৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসই’তে লেনদেন হয়েছে ৭ কোটি ২৩ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ৭০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৪৯টি এবং অপরিবর্তীত আছে ২৯টি।
 
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।