ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন বাড়লেও সূচক কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
লেনদেন বাড়লেও সূচক কমেছে

ঢাকা: চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের উভয় শেয়ারবাজারে বুধবার (১৬ সেপ্টেম্বর) মূল্য সূচকের পতন ঘটেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।


 
বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট।
 
মূল্য সূচকের পতন হলেও লেনদেন কিছুটা বেড়েছে উভয় বাজারে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৪১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৭ কোটি ১ লাখ টাকা বেশি। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি ২ লাখ টাকা বেশি।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট আগের দিনের তুলনায় দর হারিয়েছে। দিন শেষে ১৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। অপরদিকে বেড়েছে ১০৮টি এবং অপরিবর্তীত আছে ৪৬টি।
 
অপর বাজার সিএসইতেও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় কমেছে। এই বাজারে লেনদেন হওয়া ১৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট দর হারিয়েছে। অপরদিকে দাম বেড়েছে ৮৪টি এবং অপরিবর্তীত আছে ৩২টি।
 
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড এয়ার, ইসলামী ব্যাংক, বিএসআরএম, বিএসআরএম স্টিল, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, অ্যাপোলো ইস্পাত, আমান ফিড ও ইউনাইটেড পাওয়ার।
 
বাজার পর্যালোচনা দেখা যায়, ডিএসইতে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৮ পয়েন্ট।
 
সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের প্রথম এক ঘণ্টা অব্যহত থাকে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৭ পয়েন্ট। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৬ পয়েন্ট। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৪ পয়েন্ট।
 
এরপর ১১টা ৪৬ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে যায়। তবে ৫ মিনিটের ব্যবধানে ঊর্ধ্বমুখী হয়ে দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১টায় বাড়ে ১ পয়েন্ট।
 
এরপর আবার নিম্নমুখী হয় মূল্য সূচক। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। দুপুর ২টায় ডিএসইএক্স সূচক কমে ৯ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান করছে।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।