ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে চলছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সূচক পতনে চলছে লেনদেন

ঢাকা: মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
 
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ ডিসেম্বর) প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ২৩ পয়েন্ট।

আর সিএসইতে সিএসইএক্স সূচক কমছে ৪৮ পয়েন্ট।
 
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেন হওয়া ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৫ লাখ টাকার। লেনদেন হওয়া ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত আছে ১৭টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ৩ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট পড়ে যায়। বেলা ১১ টায় ডিএসইএক্স সূচক কমে ১২ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে কমে ১ পয়েন্ট।
 
এরপর টানা নিম্নমুখীতায় বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩০ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কাশেম ড্রাইসেল, আফতাব অটোস, গোল্ডেন সন, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা ও কেডিএস।
 
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।