ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

খুলনায় পুঁজিবাজারভিত্তিক টেকনিক্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
খুলনায় পুঁজিবাজারভিত্তিক টেকনিক্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় এক ঝাঁক তরুণ বিনিয়োগকারীর সমন্বয়ে পুঁজিবাজারভিত্তিক টেকনিক্যাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) খুলনা চেম্বার ভবনের সামনে আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের সম্মেলন কক্ষে অর্ধদিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ও আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) চট্টগ্রাম থেকে স্কাইভিউয়ের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন।  

এসময় তিনি বিনিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের আয়োজনে কর্মশালায় প্রশিক্ষণ দেন আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের হেড অব কমপ্লায়ান্স কাজী রাকিবুল হক।

আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ফাস্ট অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ।

সভাপতির বক্তৃতায় তাপস কুমার সাহা বলেন, পুঁজিবাজারে সবাই চায় সফলতা। এ সাফল্যের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বিনিয়োগকারীদের চাহিদার আলোকে আইল্যান্ড সিকিউরিটিজ হাউজ পুঁজিবাজারে ট্রেডিংয়ের টেকনিক্যাল বিষয়ে বিশ্লেষণভিত্তিক প্রশিক্ষণ দেয়।

প্রশিক্ষণের এ কর্মশালাটি একটি চলমান প্রক্রিয়া। আগামীতে বিনিয়োগকারীদের সাফল্যের ধারা ধরে রাখতে প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কর্মশালায় বিনিয়োগকারী ছাড়াও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।  

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা এ ধরনের কর্মশালা তাদের জন্য খুবই সহায়ক বলে উল্লেখ করেন। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বিনিয়োগকারীরা পুঁজিবাজার সম্পর্কে আরও অধিক ধারণা পাবেন। ভবিষ্যতেও এ ধরনের কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।