ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা: সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন। প্রথম কার্যদিবসের তুলনায় এদিন লেনদেনে কিছুটা গতি দেখা যাচ্ছে।



দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার (৩১ জানুয়ারি) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর পর ডিএসইতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। তবে কিছু সময় পর সূচক নেগেটিভ অবস্থানে চলে যায়। এরপর ঘুরে দাঁড়ায় ডিএসইএক্স সূচক। বেলা সাড়ে ১১টার দিকে সূচক আগের কার্যদিবসের তুলনায় সর্বোচ্চ ২৭ পয়েন্ট বৃদ্ধি পায়।

এরপর সূচক কমতে থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা পজেটিভ অবস্থানেই থাকে। বেলা ১২টা ১০ মিনিটে সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৫৮৮ পয়েন্ট।

এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকার কিছু বেশি। ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫২২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার শেয়ার।

লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।