ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অস্ট্রেলিয়ার শেয়ারমার্কেটে ব্যাপক ধস

শেয়ারবাজার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
অস্ট্রেলিয়ার শেয়ারমার্কেটে ব্যাপক ধস

ঢাকা: কোনোভাবেই অস্থিরতা কাটিয়ে উঠতে পারছে না বিশ্বের শেয়ারবাজারগুলো। এবার অস্ট্রেলিয়ার শেয়ারমার্কেটে ব্যাপক ধসের ঘটনা ঘটল।

গত বছরের সেপ্টেম্বরের পর মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সূচকের সর্বোচ্চ পতন হয়েছে এখানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ায় স্টক মার্কেটে এএসএক্স ইনডেক্সে সূচকের যে পতন হয়েছে, তার মূল্যমান ৪২ দশমিক ৫ বিলিয়ন ডলার (৭৮.১১ টাকায় ডলার হিসাবে ৩ লাখ ৩১ হাজার ৯৪৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা)।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।