ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারেই বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
দুই বাজারেই বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।


 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এরপর দিনভর উভয় বাজারে সূচক ওঠানামার মধ্যে লেনদেন চলে। তবে দিনশেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭১ কোটি টাকার কিছু বেশি। যা গত কার্যদিবসের তুলনায় ১০৩ কোটি টাকা বেশি। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৯ লাখ টাকা।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি শেয়ারের।
 
লেনদেন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৭ পয়েন্টে।
 
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- লংকাবাংলা, বিএসআরএম, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা,  বেক্সিমকো ফার্মা ও অলিম্পিক।  
 
অন্যদিকে দাম কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- আজিজ পাইপস, লিবরা ইনফিউশন, জেমিনি সি ফুড, কাসেম ড্রাইসেল, সামিট অ্যালায়েন্স, জিপিএইচ ইস্পাত, রেনউইক, এপেক্স স্পিনিং, ইস্টার্ন লুব্রিকেন্টস ও বৃটিশ আমেরিকান ট্যোবাকো।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।  
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।