ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
শেয়ারবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

ঢাকা: মার্চ মাসের প্রায় প্রতি সপ্তাহে দরপতনের পর এপ্রিলের প্রথম সপ্তাহে উত্থানের দেখা পেল দেশের শেয়ারবাজার। এ সপ্তাহের চারদিন সূচকের উত্থান এবং একদিন সূচকের পতন হয়।

সপ্তাহ শেষে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ২২ শতাংশ। আর চট্টগ্রামের বাজারে লেনদেন বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। ঢাকার বাজারে সূচক বেড়েছে ৮৫ পয়েন্ট আর চট্টগ্রামের বাজারে সূচক বেড়েছে ২৪০ পয়েন্ট। পাশাপাশি বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা।

 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান আইসিবিসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ব্যক্তি পর্যায়ে বড় বিনিয়োগকারীদের মার্কেট সার্পোটের ফলে ইতিবাচক প্রবণতায় ফিরছে শেয়ারবাজার। নতুন করে বাজারে বিনিয়োগের আগে বিনিয়োকারীদের ভালো কোম্পানি দেখে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা।

(৩ এপ্রিল-৭ এপ্রিল) অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪৩ কোটি ৩২ লাখ ১১ হাজার ২৩৬ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৭৭ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৮৮ টাকা। যা টাকার অংকে আগের সপ্তাহের তুলনায় ৩৬৫ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার ৬৪৮ বেশি। আর শতাংশের হিসেবে ২১ দশমিক ৮১ শতাংশ বেশি।

এর মধ্যে ‘এ’ ক্যাটারির শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ২৩৬ টাকা। যা আগের সপ্তাহে ছিলো ১ হাজার ৬৭৭ কোটি ৪৪লাখ ৪৭ হাজার ৫৮৮ টাকা। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪০৮ কোটি টাকা করে। আগের সপ্তাহে  গড়ে লেনদেন হয়েছিলো ৩৩৫ কোটি টাকা।

আলোচিত সপ্তাহে তিন সূচকের পথ চলা ডিএসই‘র প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৮৫ পয়ন্ট বেড়ে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৬ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩ টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ কোম্পানির শেয়ারের দাম। আগের সপ্তাহের দাম বেড়েছে ছিলো ১৩টির, কমেছিলো ১৬৬টির আর অপরিবর্তিত ছিলো ৩০ কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সমাপ্ত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার ৭০৪ কোটি ৯৭লাখ ৩৭হাজার ১০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৪৬ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ০২১ টাকায়।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৪৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ কোটি ৮৬ লাখ টাকায়। সিএসই’র প্রধান সূচক ২৪০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৪পয়েন্ট দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এমআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।