ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে লেনদেন বাড়াতে ডে-নেটিং চালুর প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মে ৩, ২০১৬
পুঁজিবাজারে লেনদেন বাড়াতে ডে-নেটিং চালুর প্রস্তাব

ঢাকা: অব্যাহত দরপতন তারল্য সঙ্কটে থাকা পুঁজিবাজারের লেনদেনের গতি আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডে-নেটিং সুবিধা চালু করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মে) ডিএসই’র বোর্ড রুমে ট্রেক হোল্ডারদের সভায় এ প্রস্তাব করা হয়।

ডিএসই কর্তৃপক্ষও এ প্রস্তাব আমলে নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে সবাইকে ডে-নেটিংয়ের যেনো অপব্যবহার না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে ডিএসই’র এক সদস্য বাংলানিউজকে জানান, ট্রেক হোল্ডারদের নিয়ে ডিএসই’র বৈঠক হয়েছে। সেখানে দু’-একদিনের মধ্যেই ডে-নেটিং শুরুর ব্যাপারে অধিকাংশ ট্রেক হোল্ডার মত দিয়েছেন।

বৈঠকে ডিএসই’র পরিচালক শাকিল রিজভী, রকিবুর রহমান, খাজা গোলাম রসুল ও ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও আগামী বাজেটে ডিপিদের টার্নওভারের ওপর বর্তমানের দশমিক ২৫ শতাংশ ট্যাক্সের পরিবর্তে দশমিক ১৫ শতাংশ ট্যাক্স নির্ধারণের দাবি এসেছে। আর ট্রেক হোল্ডাররা সিডিবিএল ফি কমানোর দাবি জানালে, তা যৌক্তিক বলে খুব শিগগিরই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) মাধ্যমে কমানোর ব্যবস্থা নেওয়া হবে বলে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এমএফআই/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।